লাবিব মাহফুজ
থাকতে জীবন রাঙা চরণ
পাবো কেমন করে আমি
পাবো কেমন করে?
ভব জীবন নাইরে আমার
মরে দেহ হবে আলোঘর
নতূন পূণ্যধামে জীবন
পাবো আমি ফিরে।
সাধ জাগে এই মনে আমার
রাখবো মাথা চরণে তোমার
দূর হবে মোর ভব আধার
সকল ধা ধা ছেড়ে।
গোলকধাধায় ঘুরে মরি
আরকি সইতে পারি আমি
আরকি সইতে পারি?
দয়াল তুই বন্দী কর মোর পরাণ পাখি
বন্ধ কর এই ভব আঁখি
অন্ধ হয়ে চেয়ে থাকি
আমি প্রাণ দরজা খুলে রাখি
আমার এ বুক ছিড়ে।
রচনাকাল – 01/07/2010