পত্রিকা – আজহার ফরহাদ এর দুটি কবিতা

আমি
আজহার ফরহাদ

আমি কোথাও নেই, আমি আমার ভেতরেই
আমি কোথাও থাকিনা, আমি তোমাতেই থাকি।
আমার থাকা না থাকা তোমারই থাকা ও না থাকা,
আমি ও তুমি যুক্ত নই বিচ্ছিন্ন ও নই,
তুমি যখন তুমি নও, আমিও নই,
আমার হওয়া না হওয়া তোমার হওয়াতেই,
আমার কোনো শক্তি নেই তুমি ছাড়া,
তোমার নেই সামান্যতম উপায় আমি ছাড়া।
আমি ও তুমি আমরা হয়ে উঠতে পারি না,
আমি ও তুমি কেবলই না আমি হয়ে,
একটাই আমিতে বিলুপ্ত হতে পারি।

আকার ও নিরাকার
আজহার ফরহাদ

কেউ তারে আকারে ভজে কেউ নিরাকারে,
যে ভাবে ভজে সেও কি তার কল্পমুর্তি গড়ে না?
নিরাকার আকারে মেশে ডুবঘরে ডুব দিলে,
আকার নিরাকারে গুপ্ত হয় ভেসে উঠলে।
চাকা নয়, গাড়িকে ঠেলে গতি,
চাকাই যেন মুর্তিমান সচলায়তন, আকারে তিনি,
প্রপঞ্চময়, নিরাকারে তিনি বাঙ্ময়।।

আপন খবর