কবিতা – এখানে লাবিব নেই

লাবিব মাহফুজ

আমায় অনাদী কালের বন্ধুরা
ডেকে ডেকে যায়
শতাব্দীর এপাড় থেকে ওপাড়ে!
কখনো কানে কানে- কখনো কল্লোলিত নদীটির মতো
কখনো ঝড়ো হাওয়ায়, মেঘের গর্জনে!
আমি অবাক হয়ে শুনি – আর বলি
এখানে লাবিব নেই!

একটি অস্তিত্ব মাত্র! যে নিরবধী কাল
ভিতরে বাহিরে বয়ে বেড়াচ্ছে – অমীমাংসিত
কোনো এক রহস্যের অকূল-দরিয়া!
শুধু বয়ে যাওয়া একটি সময়, মহাকাল!

কখনো গৈরিক চাদরের আচ্ছাদনে
লুম্বিনী উদ্যানের মহাতাপস রূপে!
কখনো জেরুজালেমের শূলাগ্রে প্রোথিত দেহে!
কখনো হিমালয়-তিব্বতের সহস্র বছরের
ধ্যানরত সৌম্য সন্ন্যাসীর অন্তর্ভেদী দৃষ্টিপথে,
কখনো মরুসাহারার আপাদমস্তক আচ্ছাদিত
যাযাবর মেষপালক মতো!

জগতের সকল প্রাণ-জীবন কে
একটি দেহে যে নিয়ত বয়ে বেড়ায় –
কি করে তাকে লাবিব বলে ডাকো?
এখানে লাবিব নেই!
এ তো এক অস্তিত্ব মাত্র!
সকল অস্তিত্বের সমাহারে! সকল প্রাণের অবিচ্ছিন্ন মিলনে –
সমগ্র পরিব্যাপ্ত সার্বিক এক “না” অথবা “নেই”
এখানে কেউ নেই! বৃথা ডেকোনা বন্ধু –
এখানে লাবিব বলে কেউ থাকে না!

রচনাকাল – 20/11/2020

আপন খবর