কবিতা – সন্তান

লাবিব মাহফুজ

আজিকালের এই ক্রান্তি লগনে
নির্ভিক সাহসী যে বীর,
মুক্তি দিতে এই জীর্ণ ধরারে
ঝড়াও রক্ত তব শ্রীর।

জাগিয়াছো আজ সন্তান হয়ে দুঃখীনি সেই মার
দেশের জন্য যে বিলায় স্বামী, বিলায় ইজ্জ্বত তার।

বড় ছেলেরে ঠেলে দেয় রণে, দেশরে কর মুক্ত
পেটে আছে তার আগমনী সূর্য, তাই হয়না অশ্রুসিক্ত।

মহান যে পুরুষ মায়েরে ছাড়ি, ছাড়ি সুখের সংসার
স্বাধীনতার জন্য ঝাপিল রণে, দিল প্রাণ আপনার।

সন্তান তুমি তার –
তাদের হাজার রক্ত স্রোতে, পেয়েছ স্বাধীন অধিকার
রক্ষা করো এ স্বাধীনতা
এ ঐশী দায়িত্ব তোমার।

রচনাকাল – 28/11/2012

আপন খবর