লাবিব মাহফুজ
সুখ যদি পাও দুঃখ দিয়া
আরো দুঃখ দাও,
চাইবো না আর সুখ যে পেতে
অঝোড়ে কাঁদাও।
নয়নও জল ঝড়ে ঝড়ে বয়ে যাবে নদী
হৃদয়েতে থাকবে দুঃখের অনল নিরবধী।
কাঁদবো আমি জনম জনম তুমি যদি চাও।
হৃদয়েরই অতল তলে মধূর বৃন্দাবন
যেথা বিরহ মধূরও বাঁশি বাজে অনুক্ষণ
সুরে সুরে উতলা মন অকূলে ভাসাও।
তোমার প্রেমিক হয়ে সইবো আমি কলঙ্ক যাতনা
তবু ঐ নামের রশি থাকবো ধরে, হৃদয়ের বাসনা।
লাবিবের এই পোড়া অন্তর, প্রেম অনলে পুড়াও।
রচনাকাল – 30/05/2016