কবিতা – অনন্ত প্রাণ

লাবিব মাহফুজ

জগতের যত কিছু যত আছে প্রাণ
আমার প্রাণের মাঝে সব বহমান।

শাশ্বত, অনন্ত সে চিরকালে রত
সে অভিন্ন, একক, শুদ্ধ প্রাণে প্রকটিত।

সেই নিত্য পরম বিরাজে ধরার সকল স্থানে
অপরিবর্তনীয়, চির ব্যাপ্ত, সকল প্রাণে।

চিরকাল। নিত্য সত্ত্বা সকল প্রাণেতে
একই চিন্ময় রূপে প্রকাশ ধরাতে।

মৃন্ময়ী রূপ যাহা ভাঙ্গে গড়ে নিতি
আত্মা শাশ্বত, অমর, অব্যয় প্রতীতি।

পরিবর্তন শুধু হয় বাহির ধামে,
ভিতর সদায় রয় নিমগ্ন প্রেমে।

যেথা নাই বহু রূপ, নাই এপার ওপার
চিরন্তন সেরূপ জ্যোতি, অখন্ড অনিবার।

সে অনন্ত ‍রূপে ডুবো মন মনরায়
নিত্য সত্ত্বা আপনত্বে পাইতে ত্বরায়।

রচনাকাল – 09/02/2019

আপন খবর