লাবিব মাহফুজ
ওরা আমায় ডাকে, সমস্বরে, চিৎকার করে
“ঘুমের চাইতে নামাজ উত্তম” বলে –
মাঝ নিশিথের এক চুমুক শারাবের মত্ততায়
আমি ভুলে যাই জেগে থাকার কথা!
আমার অন্তরাত্মার এক সর্ববিধ্বংসী শিহরণ
আমায় ধীরে ধীরে নিয়ে যায় বিস্মৃতির অতলে!
সেখানে আমি নির্লিপ্ত! কোনো নামাজ নেই!
ইবাদত নেই! ধর্ম নেই! আল্লাহ-ভগবান নেই!
শুধু আছে এক! অনন্ত! অখন্ডতা!
শারাবসিক্ত এক নিত্য অনুভূতি! “আমি-আমি”
আর এক চুমুক পান করে –
ভুলে যাই জেগে থাকার কথা!
রচনাকাল – 20/05/2019