সংগীত – অতলও সাগরে আমি কান্দি একা একা

লাবিব মাহফুজ

অতলও সাগরে আমি কান্দি একা একা
এ অতরে দয়াল বিনে, নাইরে কোনো সখা।

আমি পোড়া কপাল হইছি ভবে, আর নাই কোনো আশা
কেমনে বলবো ভালোবাসি তোরে, মুখে নাইরে ভাষা।
আমি করছি কত প্রতারণা তোরে দিছি কত ধোকা।

দয়াল তুই হলি মোর ভব তরী,
আমি অতলও সাগরে মরি
কেমনে পাই তোর প্রেমও ডুরি
আমি যে কুলহারা –
বড় নিদানে পইরাছিরে দয়াল
কেই নাইরে তুই ছাড়া।
সাজতে গিয়া চালাক লাবিব
হইছে ভব বোকা।

রচনাকাল – 03/02/2011

আপন খবর