লাবিব মাহফুজ
এক চুমুক রয়েই যাই!
আমি দ্রাক্ষা নিষ্পেষিত শারাব রঙিন
আসো, তোমার শিরিণ ওষ্ঠের পেলব পরশে
আবারো সিক্ত হই!
আমার মাটির সুরাহী- ঘুরে আসুক
তোমাদের হাত থেকে হাতে
জন্মান্তরে, সময়ের নির্লিপ্ত বাসরে
ঠিক পাত্রটির তলায় চেয়ে দেখো –
এক চুমুক রয়েই যাই!
একটু পরশের আকুলতায়
একটু প্রাণের আতিথিয়তায়
ঠিক রয়ে যাই!
আমি দ্রাক্ষা লতা কুঞ্জে –
তোমাদের একটু ভালোবাসতে
এক চুমুক রয়েই যাই!
রচনাকাল – 17/05/2019