আপন ফাউন্ডেশন

সংগীত – জানগে খোদার মর্মবাণী

Date:

লাবিব মাহফুজ চিশতী

জানগে খোদার মর্মবাণী, হেদায়েতের নিশানা
মানুষে ঠিকানা ও তার মানুষে ঠিকানা।

সাত হরফে কোরান নাযিল হয়
আলিফ লাম মীম কিতাব তাহার, জানিও নিশ্চয়।
পনেরোটি নুক্তা তথায়
চেহেলতনে জানাশোনা।

এই মানুষের সুরত আহসান
আঠারো হাজারের মাঝে শ্রেষ্ঠ যে ইনছান।
ইনছান খোদা অভেদ বয়ান
আল ইনছানু দেখোনা।

কামেল গুরু স্বয়ং খোদার ভেদ
ফুলের মাঝে গন্ধ যেমন নাই কোনো প্রেভেদ।
বাইবেল কোরান বেদান্ত বেদ
একই সত্যের বর্ননা।

মানুষ গুরু ভজো আগে মন
এই মানুষের চরণ তলে পাবি নিরাঞ্জন।
না করে মানুষের করণ
লাবিব রইল দিনকানা।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 24/03/2025

সাবস্ক্রাইব করুন

More Posts