পত্রিকা – বেনজীর চিশতী নাম ধরিয়া

শাহ ফরহাদ হোসেন চিশতী

বেনজীর চিশতী নাম ধরিয়া
কে এলো এই ভূবনে, ভূবনে-
যুগল আঁখি পাগল হয়ে
সালাম জানাই চরণে, চরণে।

ছিলো গোপন গঞ্জ জাতে
ধরায় এলো তথা হতে,
মুর্শিদ হইয়া এই জগতে
নাম বিলায়ে সবখানে, সবখানে।

জীব ত্বরাইতে রাসুলের শান
বুঝতে পারে রজ্জব দেওয়ান,
প্রাণের সনে বেঁধে প্রাণ
খেলছে রাসুল গোপনে, গোপনে।

ও সে, বিশ্বগুরু মহেশ্বরে
ঐরুপে সে আকার ধরে,
ফরহাদ কি আর বুঝতে পারে
ভজন বিহীন সাধনে, সাধনে।

আপন খবর