সংগীত – কি প্রেমের বাঁশি বাজাইলে

লাবিব মাহফুজ

কি প্রেমের বাঁশি বাজাইলে আজমিরে এসে
ভক্তজনের আকুল প্রাণে, নূর নূরানী তখতে বসে।

যে বাঁশির সুরে মাতিল ধরা
উচ্ছাসিল প্রেম তরঙ্গ, জাগিল মরা
বিলাও বেলায়েতের রসধারা, প্রেমও পরশে।

গঞ্জ হইতে ভক্ত উদ্ধারে
তুমি আসিলে এই ভব মাঝে, পাপীরও তরে।
তুমি বিনা ভাব সাগরে, জোয়ার না আসে।

তোমার চরণ তলে অধমও প্রজা
চাহে পদধূলি শিরোপরে, হে দয়াল খাজা।
অধম লাবিবের এই প্রেম পূজা, যেন আধারও নাশে।

রচনাকাল – 11/10/2015

আপন খবর