লেখক – লাবিব মাহফুজ চিশতী
মীম ভান্ডে ব্রহ্মান্ড মজুদ, কুন্তু কানজান মুখফিয়ান
নিগুঢ় কথা জানবি যদি পাগল মন।
ওরে একেশ্বরে অন্ধকারে ছিলেন মাওলা শূণ্যময়
হঠাৎ এশকেতে জোশেরি টানে, ঝংকারে নূর হয় উদয়
হুহুংকারে দিয়া ধ্বনি, আহাদ হতে গুণমনি
মীম হরয়ের যোগমিলনে, আহমদ নাম ধারণ করে।
এবার আহমদের মাঝে আহাদ, দ্বিতত্ত্বে রয় জগতে
উলুহিয়াত, রবুবিয়াত, হাকীকি আর মলকুতে
এবার এমকানে নাছুত পরিচয়, মীম হতে হয় মীমের উদয়
দুই মীমে রয় ভেদ সমুদয়, মোহাম্মদে প্রকাশন।
আহাদ মুখফি আহমদে, তথায় মুহাম্মদ প্রকাশ
মীমের মাঝেই গুপ্ত-ব্যক্ত, জাত সিফাতের হয় বিকাশ
অধম লাবিব বলে মীমের নহর, তথায় সকল হচ্ছে জহুর
ভেদ করিলে মীমের নহর, পাওয়া যাবে গুপ্তধন।
রচনাকাল – 03/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী