পত্রিকা – কিছুই পালন হয়নি রাছুল

শাহ ফরহাদ চিশতী

কিছুই পালন হয়নি রাছুল, নবুয়ত তেইশ বছরে
মাওলা আলী ঘোষণায় রেছালাত, পূর্ণ হলো খুম গাদীরে।

হজ্জ শেষে বেধে এহরাম, রাসুল রওনা হলো মদিনা ধাম
পথিমধ্যে আসে কালাম, জানায়ে দাও সকলের তরে।

সঙ্গে ছাহাবা ছিলো সোয়ালক্ষ, বাহিরে তাদের মধুর সখ্য
সঙ্কিত রাছুল আত্মপক্ষ, কি যেন হয় ঘোষণার পরে।

অভয় বাণী প্রাপ্ত হইয়া, গাদিরে খুমে থামলেন গিয়া
বানায় মঞ্চ উষ্ট্র দিয়া, প্রস্তুত নামাজ আদায় করে।

মঞ্চে তুলে ধরেন আলীর হাত, পৌঁছাইয়া দিলেন রেসালাত
মান কুনতুম মাওলা আয়াত, ১৮ জিলহজ্জ, বৃহস্পতিবারে।

দ্বীন সেদিন পূর্ণ হলো, মুমিনগণে মাওলা পেল
ফরহাদ তুমি আঁখি খোলো, দেখো সালাম উছিলা করে।

আপন খবর