লাবিব মাহফুজ
হৃদয় দুয়ার খুলিল হঠাৎ তোমার পরশ পেয়ে
আজ টুটিল বাঁধন, মেলিলাম নয়ন –
আসিলাম ফিরে ফিরে তোমারী কানন
তোমার সুরের, হৃদ বাসরের, ইন্দ্রধনু বেয়ে।
ধীরে ধীরে আসিলে প্রাণের শাখায়
নির্মল গোধূলীতে, বোধিবৃক্ষের প্রতি পরতে
আসিলে প্রেমময় সে হৃদয়ে, চিত্তে
চাতকীনি সম ছিল যে এতদিন তোমারী প্রতিক্ষায়।
আজ হৃদি আনন্দে মন গেয়ে যায় গান
মুক্তি ধ্যান জাগানিয়া, এ প্রাণ পরশিয়া
এ সুধায় বেঁধে রাখ উন্মাদ এ হিয়া
তোমার সুরের মায়ায় যেন কাটে এ জীবন।
এ সুধানল জ্বালো মোর হৃদয় গহীনে
পাষান ভেদিয়া আজ আসুক প্রাণে নব সাজ
ঐ চরণ ছায়া করে প্রেমের জায়নামাজ
এ প্রাণে, প্রভু, থাকো নিরবধি, নিরন্তর ধ্যানে।
রচনাকাল – 10/01/2018