লাবিব মাহফুজ
বীণা নন্দিত, মোহিত এ ধরণী
সুর সোহাগে আজ বাধা এ রজনী
সুর মোরে শুনাইল প্রাণের কথা
বাহিরে আনিল টানি হৃদয় বারতা
ব্যাথা সুরধ্বনী –
আজ প্রকাশিল অন্তরে, অনন্তবাণী।
যে সুর বিরাজে জগৎ কানায় কানায়
সে সুর আমি হেরী সদা প্রাণের আয়নায়
হৃদি মঞ্জরে যারে রেখেছি যতন করে
তারই মহিমা সুরে, বাজিল আপনি।
সুর মোর সুর লোকে, বিজনে নিরলে
তব অপরূপও রূপশিখা, হৃদয়ে জ্বালে
আমি বিমোহিত, চিত্ত আনন্দিত
প্রাণ পুলকিত দেখে, শ্রী রূপ খানি।
রচনাকাল – 30/07/2019