সংগীত – অন্তরে বসে হে অন্তর্যামী

লাবিব মাহফুজ

অন্তরে বসে হে অন্তর্যামী
আপনার খেলায় মত্ত প্রভু তুমি,
বাহিরের রূপে রসে তোমারী বিকাশ
অন্তরে আছো হয়ে অন্তর-স্বামী।

আমারী প্রাণের স্বরূপ আসনে
তুমি প্রভু স্বামী হয়ে তোমারী সনে
আপনার প্রেম রসে, আপন অভিলাষে
তুমিই রচিছ তোমার দিবস যামী।

ধরার সকল অনু পরমাণু
তোমারী প্রকাশ প্রভু, তোমারী তনু
ফুলের অঙ্গে তুমি গন্ধ হয়ে আছো
তুমিই গড়িছ তোমার, মহৎ নামী।

তুমি বিরাজিছ আমার সর্ব সত্ত্বায়
তুমিই কর্তা আমার পরম আত্মায়
হে প্রভূ বাঁধো মোরে আঁচল ও ডোরে
ঐ চরণও ছায়া হয়ে রহিব আমি।

রচনাকাল – 06/10/2018

আপন খবর