আপন ফাউন্ডেশন

কবিতা – অশ্রু আব হায়াত

Date:

Share post:

লাবিব মাহফুজ

দোষ দিওনা আমায়
যদি ঝরে যাই অকালে!
শেফালী ফুলের মতো!
একটি আলো ঝলমল দিন-দুপুর
যদি নাইবা আসে আর!
অথবা যদি –
আপন আদালতের রায়ে! দন্ডিত
আমি স্ব-হস্তে পান করি হেমলক!
দোষ দিও না আমায়!

কি করবো বলো!
সমুদ্র সমান আকুলতা আমার
ঢেকে দিতে চাও এক মুষ্ঠি বালুতে!
এক সাহারা তৃষ্ণার বিনিময়ে
আনো – দজলা-ফোরাতের
“এক আঁজলা জল”
আহা! মোর নয়নে শত নর্মদা!

বন্ধু! দোষ দিও না আমায়
যদি হারিয়ে যাই – একান্ত নিভৃত
অপমান-সিক্ত কোনো অতলে!
যদি না গেয়ে উঠি –
বারবার একই গান! অভিমান!
না বোঝা প্রাণ মোর! যদি
আর না ডাকি! লাজশোণিমায়-
বারবার! দোষ দিও না আমায়!

দোষ দিও না বন্ধু –
প্রবল সাইমুমে, মরুতট! সেও
ক্ষয়ে যায়! বদলে যায় ঢেউ –
চোখের মরিচিকায় আটকে থাকে
শত অবহেলা! শত অপমান!
শত কাঁদানোর নির্মম কাফেলাগুলো!

বন্ধু! অশ্রুজলে মোর
গড়বো তটহীন অতলান্তিক !
সেথায় নিরুদ্দেশে ভেসে বেড়াবে
প্রাণহীন দেহ মোর! প্রশান্তিতে!

যদি হয় প্রয়োজন –
তুলে এনে মোর শব! পুড়াইও –
নির্মম ঘৃণাভরে!
প্রত্যাবর্তনের মরুপ্রান্তে!

তবু জেনে রেখো!
চির অভিশাপ হয়ে বারবার
অশ্রুর ফোটাগুলো জমে থাকবে
হাশরের প্রান্তে! তার ওপর দিয়েই
নির্মিত হবে তোমার পুলসিরাত!

আজন্ম তৃষিত প্রাণখানিরে
তুমি দিয়েছ অশ্রুর আবহায়াত!

রচনাকাল – 16/08/2022

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles