সংগীত – আজিগো মধূরও ময়ূরও সিংহাসনে

লাবিব মাহফুজ

আজিগো মধূরও ময়ূরও সিংহাসনে
হে প্রিয়, রাখো তব রাঙা দু চরণ,
তব চরণও তলে মোর, মানসও প্রদীপ
জ্বালায়ে দেখি প্রিয়, প্রেমও পুষ্পানন।

তব চরণেও নূপুর, বাজায়ে হে সখি
নাচিয়া নাচিয়া ধর প্রেমময় তান,
বাঁশিরও মধূরও রবে, জাগায়ে এ হৃদয়
করিও পদ্মধারী, প্রেমও আলিঙ্গন।
তব প্রেমও সুরে এ গোকুলে, বাঁশি বাজে হৃদয় মূলে
আসিয়া এই শতদলে, লইও আসন।

হে প্রিয় তোমারী পানে চাহিয়া আঁখিদ্বয়
করিব শীতল সদা, দিবস শর্বরী,
প্রেম ডোরে বান্ধিয়া মন, প্রেমও হরষে
গাহিবো শ্রী নাম তব, বুকে লয়ে ভরি।
তব আঁচলে জড়ায়ে প্রাণ, রাখিবো সর্বক্ষণ
গাহিব প্রেম গান, লয়ে প্রেমও চন্দন।

রচনাকাল – 11/12/2014

আপন খবর