অনুকাব্য – মুক্তির বারতা আকাশে বাতাসে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
আজ যা তোমার চতুর্ধারে
রূপ রস আর গন্ধে ভরা,
সবই ধরার অনিত্য জড়
স্বপন সম, রয় অধরা।

2.
আধারের আবাসে হে পথিকজন
সুদীর্ঘ প্রতিক্ষা তব আলোর তরে,
তব ধের্য নিষ্ঠার বহ্নিসেতু
জাগাইবে সত্ত্বর প্রভাতেরে।

3.
যে মোরে বাসিবে ভালো
সেই দানিবে মোরে মুক্তি,
সব বন্ধন চ্ছিন্ন করি জ্বালিবে আলো
আপনার প্রেম পথে জোগাইবে শক্তি।

4.
আজ মুক্তির বারতা আকাশে বাতাসে
আত্মার বন্ধন, দুঃখ হতে,
যথায় অশনি অনল, তথায় সঞ্জীবন
মুক্ত জীবন দেখো মরণ স্রোতে।

5.
আমার আত্মা! সেতো পরম আমি
নির্গুণ আমিত্বের সগুণ প্রকাশ,
এ মানব ছায়া কায়া, এ জড় জগৎ
অচিন্ত্য, অনন্ত প্রাণের সামান্য বিকাশ।

6.
কন্টক পথ হেরী জাগে যদি ভয়
আত্মা ক্ষুদ্র অতি, মাহাত্ম্যহীন,
এ অকূলে প্রেম শুধু অভয় পথিক
শুণ্যেরে করিবে পূর্ণ, অন্তবিহীন।

7.
হৃদয়ে জাগ্রত যে সত্য ভালোবাসা
বাহিরের আড়ালে হারাবে না কভূ,
হৃদয়ের আলো জ্বালে যে পথের বাতি
সদায় সে পথে রয় নিত্যপ্রাপ্ত প্রভূ।

8.
আত্মলোকে রচিত তব কুঞ্জবন
যেথা তমাল ছায়ায় সদা বাজে বাঁশরী,
সে মধুর সুরধ্বনী, শুনিতে হে পথিক
মৌন হও, হৃদয়ের চাঞ্চল্য ছাড়ি।

9.
হে পথিক প্রবর, তোমায় ডাকি নিরন্তর
স্থির হয়ে বসো প্রাণের, এ নৃত্ত সভায়,
এসো আবার ডুবে যাই শ্যাম রূপের প্রেমে
বাহু তুলে নাচি গাই প্রেমোন্মত্ততায়।

10.
আমিতো চাই মোর প্রাণের বাঁধন
খুলে খুলে নিয়ত সাজি নব সাজ,
যেন প্রতিসাজে প্রতিক্ষনে নব রূপ ধারী
অনন্ত রূপে করে হৃদয়ে বিরাজ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর