লেখক – লাবিব মাহফুজ চিশতী
আমার প্রেমানলে চিত্ত জ্বলে, সিক্ত নয়ন নিশিথে
আমি কেমনে থাকি বন্ধু বিনে, শূণ্য জগতে।
ওরে বসন্ত আসিলে সখি, কোকিল ডাকে ডালে
সাথী লইয়া কাটায় নিশি, সুথে নিরলে।
সে সুখ না হইল মোর কপালে, দিন গেল কান্দিতে।
জগতে কূলবধূ স্বামী লয়ে, সুখে কাটায় নিশি
আমি স্বামীহারা অবলা এক, নয়ন জলে ভাসি।
আমায় দেইখা হাসে পাড়া পড়শী, কলঙ্কীনি ভবেতে।
পাইতাম যদি থাকতে জীবন, প্রাণবন্ধু বাসরে
নয়ন জলে করতাম সেবা, সারাজীবন ভরে।
অধীন লাবিব বলে প্রাণ বন্ধুরে, রাখিতাম আঁখিতে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 29/05/2025