লাবিব মাহফুজ
হীন মোর নয়নখানি, সেরূপ কি আর হেরিবে
অনাদীরও আদী যিনি, পূর্ণময় বিভবে।
আলমে আমর হইতে তিন স্তরে রাব্বানী
গঞ্জজাত পুশিদা হতে, হলে প্রকাশ এমকানি।
নির্গুণ জগত হতে গুণে, মাটি পানি বাতাস আগুনে
খালাকতুল খালকা এখন, জগতে প্রকাশিবে।
আদি নুক্তা এরাদাতে, রোজ আজলে আহমদ
আদম হদে কলেমা লেখে, নূর হরফে মুহাম্মদ।
ময়ূর সুরত পঞ্চতনে, পাঞ্জাতন রয় মুখফিয়ানে
প্রকাশে কুন ফায়াকুনে, দরিয়া মউজ হোবাবে।
আহাদিয়াত হতে লাবিব ওহদাতে হয় প্রকাশ
লয় প্রলয়ের ভূবন মাঝে, এমকানি অজুদের বাস।
আলমে নাসুত মালাকুতে, আছি বন্দী আবুদিয়াতে
উরুজিয়াত আরোয়াতে, হবে গুরুর সুস্বভাবে।
রচনাকাল – 16/10/2023