লেখক – লাবিব মাহফুজ চিশতী
মন দিয়াছো যারে রে মন, প্রাণ দিয়াছো যারে
সেই মন মানুষের সঙ্গে তুমি উঠিবে হাশরে।
মনরে, বাদী মনরে, মনরে, মন
অনুরাগে বেঁধে হিয়া, আঁখিনীড়ে নিরখিয়া
ভক্তি লতায় জড়াইয়া, রেখ তাহারে।
সেই কৃপাময়ের কৃপা হলে, দেখা দিবে দীদরে।
মনরে, বাদী মনরে, মনরে, মন
অগ্নিতে পতঙ্গ যেমন, পুড়াও অঙ্গ মনের মতন
মাশুক রূপে রেখে নয়ন, থেকো বর্যখ ধরে।
জ্যোতির্ময় সে রূপ নূরানী, দেখবি মলকুত সাগরে।
মনরে, বাদী মনরে, মনরে, মন
যারে দেখলে জুড়ায় তাপিত প্রাণ, সেইতো তোমার পতিত পাবন
পূর্ণ শশী তপ্তকাঞ্চন, সেই রূপে ঝড়ে।
ভজনশূণ্য লাবিব কান্দে, হিমেল শা নাম সহায় করে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/08/2025