আপন ফাউন্ডেশন

সংগীত – কি অপরূপ মহিমা লয়ে

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

কি অপরূপ মহিমা লয়ে, ছিলে গঞ্জে লুকাইয়ে
হাইয়্যূন সিফাত গোপনের গোপন – আমার গুরুধন
হল ডিম্ব ফেটে ব্রহ্মান্ড সৃজন।

ওয়াহেদ বেমেছাল তিনি, ছিলেন গঞ্জে রূপ লাছানি
হাইয়্যূন দমে লয়ে সকল ধন –
নূর এলেম আর শহুদ অজুদ, চার এতবার করিয়া মজুদ
করলে ধ্বনি কুন আর ফায়াকুন।

ডিম্ব ফাটে তিনের গুণে, পঞ্চস্তরে নয় বতুনে
সপ্ত সিফাত হইল প্রকাশন –
এবার তনজিয়া তসবিয়া হইল, পাঁচ পাঁচা পঁচিশ মিলিল
সাফা নূরে প্রকাশ পঞ্চতন।

আজ্জাতু কুল্লুহু বলে, সপ্তধ্বনি দেয় রাছুলে
রাহমাতাল্লিল নূরে আলামিন –
এলেমে হয় নূরের বিকাশ, শহুদে অজুদের প্রকাশ
চার রঙেতে ফুল হয় মোরছালিন।

আউয়াল হাদী মুখফিয়ানে, চার আকসামে আলিমুনে
ইল্লাল্লাতে ভেদের আলাপন –
মুর্শিদ হিমেল শা‘র পবিত্র তনে, মুখফিয়ান আইল আইনে
অন্ধ তবু লাবিবের নয়ন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 26/07/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles