আপন ফাউন্ডেশন

সংগীত – গুরুকে জানলে মানুষ

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

গুরুকে জানলে মানুষ, সেজন বেঁহুশ
জ্ঞান অঞ্জন তার আন্ধা ভারি –
গুরুকে পরম জেনে, ভক্তি ধ্যানে
হও গুরুতে নিষ্ঠাধারী।

এস্ক নদীর অতল তলে মন
তৌহিদের এক ভান্ডার সেথায় করে বিরাজন।
হইলে তারি দ্বার-উদঘাটন, দেখবি গুরু জগত জুড়ি।

তৌহিদেরি ঘরে দেখো মন
খোদার জাত আর পীরেরি জাত, একযোগে দুইজন।
মুর্শিদ রূপে হাদির কিরণ, ওয়াজহুল্লাহ নামটি ধরি।

একজন খাঁটি মানুষ সুরতে আহসান
সেই মানুষ ভজলে পাবি স্বয়ং নিরাঞ্জন।
অধম লাবিবের হইল না সাধন, মুর্শিদ চরণ হেলা করি।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/08/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles