লেখক – লাবিব মাহফুজ চিশতী
যমুনা পুলিনে ওগো মোহন বাঁশি কে বাজায়
তারে দেখলে হবি পাগলীনি, ঘরে থাকা হবে দায়।
হু হু সুরে দিনরজনী, বাজায় বাঁশি প্রাণ সজনীগো
সুধা সিক্ত শ্যাম বরণী, সুরে সুরে মন মাতায়।
কল কল ঢেউয়ের তানে, বাজে বাঁশি কাব কাওসিনে গো
ঐ ডাগর আঁখির রূপের বানে, জ্বলে অঙ্গ যাতনায়।
মন মোহিনী বাঁশির সুরে, আকুল এ প্রাণ যায় বিদরে
এশকে মাওলার সুর বাসরে, লাবিবের হইও সহায়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 14/08/2025