লেখক – লাবিব মাহফুজ চিশতী
কূল কলঙ্কের ভয় থাকিলে, সে পথে আর যাসনে তোরা
কূল নাশিতে গুল বাগিচায়, ডাকছে দেখো মনোহরা।
সে এমনি হয় নিষ্ঠুরও পাষাণ
প্রেমের বেড়ি দিয়া গলে ঘুড়ায় ত্রিভূবন।
থাকিলে কূল বংশের ভূষন, সে পথ বড় কাটায় ভরা।
সে এমনি এক ভাবের কারিগর
ভাবাবেশে, ভাবের বশে, ভূলায় বাড়িঘর।
থাকলে মোহ মায়ার সংসার, হবে সেজন পাগলপাড়া।
সে হয় ভূবনমোহন, মন ভূলোনো ধন
দেখলে সেরূপ সকল ভূলে, হইবি উচাটন।
লাবিবের হয় এমনি মরণ, বাঁচেনা প্রাণ তারে ছাড়া।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/07/2025