লেখক – লাবিব মাহফুজ চিশতী
ও তোর আমিত্ব ধন রেখে মনে, যাসনে গুরুর দরবারে
মনে গরল রেখে খুঁজলি সরল, অচেতনে সংসারে।
যেজন ভক্ত হয় এ জগতে
মনখানি তার সকল ছাড়ি রয় গুরুর সেবাতে।
সবখানি মন দিলে তাতে, উপাসনা কয় তারে।
হলে রাধাসম অনুরাগী মন
কৃষ্ণবীণা সকল ত্যাজি রয় নিত্য বৃন্দাবন।
কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন, ঝড়ে তাহার অঝোড়ে।
মনে রেখে মন বাসনার ঘর
পথে পথে ঘুরলে কি আর মিলিবে কি ঈশ্বর?
লাবিবের হয় পুড়া অন্তর, ত্বরাও গুরু কৃপা করে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/07/2025