আপন ফাউন্ডেশন

সংগীত – কেমনে বাঁচি না পেলে তারে

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

নিঠুর বন্ধুরে, কেমনে বাঁচি না পেলে তারে
ওরে আমার প্রেমো জ্বালায় অঙ্গ জ্বলে
ব্যাথার ব্যাথি নাই সংসারে।

ওরে রাখালিয়ার বাঁশির টানে, কাঁপে অঙ্গ ক্ষণে ক্ষণে গো
আমি মন হারাইয়া বৃন্দাবনে, পথে পথে ঘুরিরে।

ওরে ঘুমাইলে স্বপনে দেখি, শিয়রে মোর প্রাণপাখিরে
ঘুম ভাঙ্গিলে সকল ফাঁকি, দেখিনা নিদয়ারে।

ওরে তুষ পোড়া অনলের মত, ধিকে ধিকে অবিরত গো
আমি জ্বলে জ্বলে হইলাম ক্ষত, দেখাইবো কেমন করে।

ওরে কান্দে লাবিব চরণতলে, শেষ বিদায়ে শেষের কালে গো
মান অভিমান সকল ভূলে, এসো আমার শিয়রে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 03/08/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles