আপন ফাউন্ডেশন

সংগীত – চিনলে গুরু চিনবি খোদা

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

চিনলে গুরু চিনবি খোদা, পাবি তারে গুরুর দেশে
যাও যদি তালাশে রে মন –
যাও যদি তালাশে।

ফানাফিল্লা বাকাবিল্লা হাসিল হবে তার
ফানাফিশ শায়েখের করণ, নিষ্ঠা আছে যার।
অসীম হয় সসীমে আকার, নীড়েতে নিরাঞ্জন মিশে।

গুরুরুপে পরম গুরু হয় জগতে প্রচার
মানুষ গুরু ভজলে পাবি, প্রভূ পরোয়ার।
গুরুময় অনন্ত সংসার, আছে গুরু মানুষ বেশে।

ওরে মানুষ তত্ত্ব সত্য যার মনে
পেয়েছে সে অমূল্যধন, বরযখ ধিয়ানে।
লাবিব বলে গুরু বিনে, কুল পাবিনা অবশেষে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 25/07/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles