আপন ফাউন্ডেশন

সংগীত – ‍নূরের আশে পাগল বেশে

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

নূরের আশে পাগল বেশে, পথে পথে ঘুরিরে
সে ভেদ বুঝি কেমন করে।

পুশিদাতে ছিল সে নূর, চার রং ধরে হইল মামুর
চার মোকামে তারি অংকুর, উদয় বারে বারে।
হাহুতে তার ধ্বনি বাজে, লা মোকামের ভেদের ঘরে।

সে নূর ধনাগারে গোপন ছিল, তথা হইতে ভবে আইল
চার যুগে চার রং ধরিল, আসিয়া আকারে।
নূরুন আলা নূরের খবর, জানলে পরে পাবি তারে।

নূর হতে হয় এলেম উদয়, শহুদে অজুদ পরিচয়
পঞ্চতনে এ বিশ্বময়, রয় হুয়াজজাহিরে।
এই পাঁচে চাইরে নয় মিলনে, আসলো লাবিব সংসারে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 14/08/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles