আপন ফাউন্ডেশন

সংগীত – অহর্নিশি মায়াডোরে

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

অহর্নিশি মায়াডোরে, বাঁধা পড়ে অভাজন
বৃথা গেল সাধেরি জীবন।

কত স্বপন সুধায় মত্ত হইয়া আসিলাম ভবে
সাধিবো সাধের গৌরাঙ্গ, অনঙ্গ বিভবে।
আমার না পুরিল সে বাসনা, হল বেলা অবসান।

ওয়াদা করিয়া এলাম আমি ভজিবো তোমায়
ভবে এসে মায়াবশে ভূলে রইলাম তায়।
আমি কোন মুখে আর ডাকবো তোমায়, পতিত পাবন।

ভজন বাদী দেহ আমার জ্ঞানান্ধ এ মন
ভিক্ষা চাইবার সাহস নাই আর নাই কোনো সাধন।
অধম লাবিব বলে কৃপা করে, ত্বরাও এ নিদান।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/05/2024

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles