সংগীত – অনাদী অনন্ত কোরান

লাবিব মাহফুজ

অনাদী অনন্ত কোরান, চিন তাহার বর্তমান
ইনছান কোরান না চিনিলে, হবে না সাধন ভজন।

আলমে আরওয়ায় যখন, রূহ আকার ছিলাম তখন
এলেম যোগে ছিল কোরান, কদিমীতে নূরীতন।

জগৎ এর জিকির এই কোরান, বিশ্বাসীর অজুদে ইনছান
চার ফেরেস্তার হলে সাধন, নাযিল হয় কোরানের শান।

তাফসীর করো অজুদ কোরান, হবে তাতে খোদ দর্শন
লাবিব বলে সুরতে আহসান, যেথা নাযিল হয় কোরান।

রচনাকাল – 01/06/2015

আপন খবর