লাবিব মাহফুজ
আমার পরানও পাখি, আমায় দিবে ফাঁকি
কান্দাবে এ দেহখানা,
ভাঙা পঁচা এ ঘরের ধার, পাখি ধারে না
ও পাখি বন্দী থাকবে না।
একটু পানি একটু কাঁদা মিশাইয়া মাওলায়
কত যতন করে নিজের হাতে এ দেহ বানায়।
দেহ ছিল অন্ধকার, দিলা নূরেরই ফুৎকার
সেই নূরেতে রওশন হলো এ দেহখানা।
বিবেক বুদ্ধি ভালোমন্দ দিলা দেহে ভরি
জাগাইতে পারে যাহা, যার পায়েতে ধরি।
সেই করবে তোর দেহ শাসন, হৃদয়ে হবে তার আসন
লাবিব বলে দয়াল চরণ, বুকে রাখলি না।
রচনাকাল – 10/05/2010