আপন ফাউন্ডেশন

সংগীত – নিগুমে নিরাঞ্জন দেখো

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

নিগুমে নিরাঞ্জন দেখো, গোপনের গোপন
কোথায় তারে খুঁজে পাবি মন।

জগতময় সে জগতপতি সর্বব্যাপ্ত নূর
হাইয়্যুন জাতে মত্ত হইয়া হইতেছে জহুর।
অসীম রূপ তার এ জগতে, কুল আলমে প্রকাশ তাতে
অনন্ত রূপ আদি অন্তে, না যায় করা নিরূপন।

এশকের টানে বিন্দু জালাল সিন্ধুতে হইল প্রকাশ
আহাদ হতে আহমদ আর মোহাম্মদে হয় বিকাশ।
দেখো হুয়াল আসমার কারিগরি, আপন সুরত আপনি ধরি
সিরাত সুরত যোগ মিলনে, মানবরূপ করে ধারণ।

খোদারি ভেদ মানুষ হয় আর মানুষে খোদা
মানুষ খোদা এক বরাবর নয় কভূ জুদা।
অধম লাবিব বলে বিনয় করে, আছে গুরুভক্তি যার অন্তরে
মুর্শিদ তারে কৃপা করে দেখাইবে নিরাঞ্জন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/07/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles