কবিতা – অভিমান

লাবিব মাহফুজ

আমি আঁধারের চাদর গায়ে দিয়ে থাকি
যারে বলো তুমি রাত –
আমি আলেয়ায় মিছে করি আঁকিবুকি
তুমি বলো দিন, দুপুর প্রভাত!

আমি ভালোবেসে তাহারে ডাকি প্রিয়া বলে
তুমি বলো খোদা, ভগবান –
অনুরাগে বলি তারে রানী, সখী, প্রেয়সী
অভিমানে বলি শয়তান!

সকল ডাকাডাকি, আর মাখামাখি হেথা
তার আর আমার প্রেম আলিঙ্গন –
দুজনে এথায়, বিজনে, কূজনে, লীলাময়
প্রেমিকের তরে সব একই সমান!

রচনাকাল – 17/10/2018

আপন খবর