আপন ফাউন্ডেশন

বাণী – সুদূরের আকর্ষণ

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. সুদূরের আকর্ষনে যে চঞ্চল, আলস্য তাকে কিভাবে আটকে রাখবে?
অনন্তের পিপাসা যার বুকে, সময় তাকে কিভাবে সিমায়িত করবে?
সুন্দরের পিপাসায় ভরা যার হৃদয়, কুৎসিত তাকে কিভাবে উপহার দিবে প্রভাত?
আকাশের নীলের মাঝে হারিয়ে যেতে যে প্রয়াসী, সাদা মেঘ তার চলার পথে প্রতিবন্ধক হতে পারে না।

2. স্বর্গ নরক কোথায়?
দুনিয়ার সকল নিয়ম, সমস্ত বাধ্যতামূলক বন্ধনই হলো নরক এবং অনিয়ম গুলোই হলো স্বর্গ।

3. বসন্তের শেষে আমের কচি পাতায় প্রজাপতির খেলা। এক শুভ্রতার মাঝে আরেক শুভ্রতা এসে নাচানাচি করে, একখন্ড স্বর্গ যেনো ধরা দেয় এই মাটির ধরায়।

4. অনন্ত উদাসীনতার মধ্যেই আমি খুঁজে পেয়েছি অপূর্ব কর্মচাঞ্চল্য।

5. বৃক্ষটিও বছর শেষে পুরনো পাতা ঝেড়ে ফেলে। নিজেকে পরিচ্ছন্ন করো। বছরে না পারলেও জীবনে একবার।

6. এক একটি মহাকাব্য জন্ম নেয় চোখের এক একটি অশ্রুবিন্দু থেকে।

7. আমার প্রতিটি প্রেম আমার জীবন পথের অনন্ত অনুপ্রেরণা।

8. পতঙ্গ যেমন পুড়তে হবে জেনেও আগুনে ঝাপ দেয়, ঠিক তেমনি- প্রেমিকও, বিরহ ব্যাথা সইতে হবে জেনেই প্রেমে আত্মহুতি দেয়। এখানেই যে প্রেমের আনন্দ!

9. বিধান বা নিয়ম সমুহের অসারতাই প্রমান করে প্রেমের মহত্ত্ব।

10. ভালোবাসার চাওয়া পাওয়ার দন্দ্বেই প্রবাহিত হচ্ছে পরিদৃশ্যমান এ জগৎ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles