লাবিব মাহফুজ
তোরা কে নিবি প্রেম আয়রে আয়
দয়াল চাঁন মুর্শিদ আমার,
মদিনার ঐ ধুলায় বসে
বেলায়েতের প্রেম বিলায়।
আমার মুর্শিদের ভান্ডার হইতে
চার প্রকার প্রেম দিলা জগতে
ভক্তজনার আকুল ছিনাতে
জাগাইলে প্রেম নূর ছোঁয়ায়।
গুপ্ত ব্যাক্ত আদি অন্ত
বেমেছাল সেই সাঁই অনন্ত,
ধরো সে নাম রশির প্রান্ত
চার রূপও জ্ঞান পসরায়।
নিকট দূরে সর্বতরে
রয়েছে যে সব আকারে
রূপ খুঁজো তার চার জ্ঞান পরে
অধম লাবিব সে জ্ঞান সিনায় চায়।
রচনাকাল – 12/01/2014