লাবিব মাহফুজ
ফরিয়াদ আমার প্রভু তোমারও তরে
আমারে দাও দয়াল আরো, ভালোবাসিবারে।
চাহি দয়াল দাও মোরে, চোখ ভরা জল
তুমি বিনা অন্য যেনো, না থাকে সম্বল।
কাঁদাও মোরে অবিরত, দুঃখ দিয়ে মনের মতো
চরণেরও যোগ্য আমায় লইও গড়ে!
চাইগো দয়াল অশ্রু আঁখি, যেনো না শুকায়
নিরবধি পাই যেনো ওই, চরণও আশ্রয়।
সকলও হারাইয়া তোমার, চরণে বান্ধিবো অন্তর
কৃপা করে, লাবিবেরে, লও কবুল করে।
রচনাকাল – 17/10/2018