লাবিব মাহফুজ
গুরু বিনে উপায় নাইরে
গুরুর চরণ ধরো,
গুরু তোমার ভব তরী
গুরুর পায়ে মরো।
যে মইরাছে গুরুর পায়ে
পাপ থাকলেও তাহার গায়ে
পাপের দাগ তার থাকবেনা গায়
তার দেহ হইলে কয়লা।
পুড়া দেহে পুড়া মনে, পুড়া কর্ম করো।
যে চিনলোনা গুরুর ও রূপ
বুঝলোনা সে নিজের স্বরূপ
আধার কোঠায় অন্ধকার কূপ
তার দেহ মাঝারে।
জ্বালাইবে এস্কের বাতি, করাইবে পান সুধা মতি
অধম লাবিবে কয় পাইতে সুধা
গুরুর পায়ে পড়ো।
রচনাকাল – 09/07/2011