লাবিব মাহফুজ
আমার সবটুকু মন তোমায় দিয়া
ঠাঁই নিয়াছি চরণে
নাই আমার আর মনের বালাই
চাওয়া পাওয়া ভূবনে।
সুখবাসনা নাই আর আমার
ফিরদাউসের শারাব – নহর
নাই প্রয়োজন হুর জান্নাতের
শুধু দয়াল রূপ চাই নয়নে।
দোযখ জ্বালায় জ্বালাও যদি
জ্বলবো আমি নিরবধী
অগ্নি ধারায় বসে কাঁদি
রেখো দয়াল চরণে।
প্রাণ প্রতীমায় পূজবো আমি
নিরিখ রেখে দিবাযামী
দয়াল হিমেল শাহ মোর জগৎস্বামী
করো কৃপা নিজগুণে।
রচনাকাল – 07/08/2023