পত্রিকা – আল্লায় কোরান ইইয়া কোরান শিখায়

আমির হোসেন

আল্লায় কোরআন হইয়া কোরআন শিখায়
ভেদ জেনে লও তাহারি,
মুর্শিদ আমার জিন্দা কোরআন, হইলো জাহেরী।

ছিল পুশিদাতে গুপ্ত কোরআন
পঞ্চভাগে তাহারি শান,
অজুদ মূলে হয় ব্যাবধান, দেখ চিন্তা করে,
আরবি কোরআন নাযিল হইলো মানবও শহরে।
আইন হরফ তার হইলে নফী, কালাম পাবি সরাসরি।

নূরেরও কালিতে লেখা
অজুদ কোরআন যাবে দেখা
প্রেমময়ে আছে বাকা তত্ত্ব নিগূঢ়ে।
তত্ত্বা হাসিল করলো যে জন, মুমিন বলে তারে।
জাহের বাতেন সবি জানেন, দেখেন সবি নজরকারি।

সাবআ মাছানি
হরফ হইলো আসমানী
তাহাতে সকল বাণী দিন রজনী ঝড়ে।
অসীমও কালামের ভেদ বলছে পরোয়ারে।
ঈমানদারে শুনে কালাম, ধ্যান সাধনায় হইলো ভারী।

আরবি কোরআন প্রাপ্তি যেইজন
বিশেষ জ্ঞানী হইলো সেইজন
তেমনি ধরায় আছে একজন, ঝাউগড়া দরবারে।
সে যে আমার বেনজীর চাঁন, থাকেন বাকাবিল্লাহর ঘরে।
আমিরের ই এই বাসনা, পাইতে বাবার চরণ তরী।

আপন খবর