লাবিব মাহফুজ
আমি দিবানিশি ডাকি তোরে
এসো দয়াল আামার ঘরে।
দয়ালরে, প্রাণের মুর্শিদরে, দয়াল
দয়াল আমি প্রতিনিশি রই জাগিয়া
থাকি তোমার পথও চাইয়া,
কোন লগনে আসবে হৃদয় মাঝারে!
আমি পাও ধুয়াবো নয়ন জলে
তারে বসাইব মন পিঞ্জরে
এসো দয়াল আামার ঘরে।
দয়ালরে, প্রাণের মুর্শিদরে, দয়াল
দয়াল তোমার কৃপা বারি বিন্দু
দাও আমায় হে দয়ার সিন্ধু
দয়া করে আসো হৃদয় মাঝারে!
তুমি না আসিলে প্রাণ ত্যাজিবো
লাবিব কয় বিনয় করে
এসো দয়াল আমার ঘরে।
রচনাকাল – 12/08/2019