লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. তখনই বুঝবে তুমি মুক্ত যখন দেখবে তোমার সকল কামনা, আসক্তি শুধুমাত্র পূর্ণ সুন্দর তথা সত্যকেই চাইছে।
2. কামেল গুরুর সহিত সদা সম্পৃক্ত থাকা তথা সর্বক্ষন সাধুসঙ্গে সময় অতিবাহিত করাই জীবন্মুক্তির প্রধানতম উপায়।
3. দয়াল তো পূর্ণশক্তিমান। তার শ্রীচরণারবিন্দে যিনি যথার্থরুপে শরণ নিয়েছেন, তার আর পড়ে যাবার কোনো ভয় নেই।
4. প্রভূ তো পরম প্রেমোময়। তাকে লাভ করার জন্য যা দরকার তা হলো একমাত্র প্রেম । অন্য সকল কিছুই এখানে অকার্যকর।
5. তুমিতো তোমার নিজেরই সৃষ্টি। তুমি তাই যা তুমি নিজে তৈরী করেছো।
6. অজ্ঞানতার ফলে রিপু-রমণে আবদ্ধ মানব স্বয়ং নিজেই নরকধাম।
7. আত্মপরিচয় উদ্ঘাটনের জন্য তীব্র আকুলতা ও প্রচেষ্টাই মানুষকে মানবী জান্নাতের দরজায় পৌঁছে দেয়।
8. এক একটা দৈত্য দানব, যা আপাতদৃষ্টিতে আপনার বন্ধু সেজে ধীরে ধীরে আপনাকেও রুপান্তরিত করছে দানবে,, আপনি জানেন না কতটা কুৎসিত,কদর্য ওদের চেহারা! তাকিয়ে দেখুন।
9. পরিশুদ্ধ চিন্তা ও চিন্তন ক্রিয়ার মাধ্যমে অর্জিত বাস্তবজ্ঞানই স্রষ্টা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ।
10. মানবীয় ইন্দ্রিয়সমুহ খোদার অনন্ত গুণরাশি প্রকাশের হাতিয়ার। এই মানবীয় ইন্দ্রিয়সমুহ অসীম শক্তিমত্তায় উদ্ভাসিত হবে তখন যখন ইন্দ্রিয়ব্যাপি প্রতিষ্ঠিত হবে খোদায়ী স্বভাব।
লেখক – লাবিব মাহফুজ চিশতী