পত্রিকা – দুইটি আধ্যাত্মিক কবিতা

ঐক্যতান
দাউদ আহমেদ চিশতী

সন্ধি হলো সর্বভুতে বন্দী হব এক সাথে
সাবাশ আজি বন্দি হয়ে চলছি মোরা এক সাথে।
ভিন্ন বলেও গুনের সিমা অভিন্নতা এক দেহ,
চলছি মোরা আপন গৃহে লক্ষ্য হারা নই কেহ।

লক্ষ্য সবার সসীম হতে অসীম পানে করতে ধাই,
বন্দি হলাম সসীম মাঝে অসীম প্রাপ্তির অভিপ্রায়।
সাধ্য কাহার করতে পারে ধর্ম হতে ব্যাবধান,
সসীম দেহে ধর্মকথা অসীম যোগে প্রণিধান।

ভিন্ন ভিন্ন ধর্মকথা একটি দেহে বন্দি হয়,
ধর্মবানী শ্রেষ্ঠ ইহা করো আপন পরিচয়।
ভিন্ন ভিন্ন অঙ্গখানি মিল হয়েছে এক দেহ,
বেমিল বলে অঙ্গহানি করেছে কি আজ কেহ।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাকে কেবা করতে হীন,
ধর্ম ত্যাগের অপরাধে বহন করতে হবে ঋণ।
নিখিল বিশ্ব একটি দেহ সর্বধর্ম তাতে রয়,
ভিন্ন ভিন্ন ধর্ম পথ সব ইন্দ্রিয়েরই পরিচয়।

গঞ্জ মুখফরি গোপন ঘর
শাহ ফরহাদ চশিতী

গঞ্জ মুখফির গোপন ঘরে
মুর্শিদ নামের আছে টাওয়ার,
খেয়াল করে থাকলে বসে
ভক্তি রসে আসবে পাওয়ার।

বিশ্বাসের পারমিট নিয়া
নিরিখ তরঙ্গ ইথার দিয়া,
দেখ খেয়াল তমিজ হইয়া
এলমলের সমি জ্ঞানরে তার।

মোতাস্রেফের গোপন ঘরে
সফটওয়্যার তার ভেতরে,
নামাইয়া লও ভক্তির জোরে
যখন যাহা হয় দরকার।

মানব দেহের স্মার্ট ফোনে
সিম লাগাও দেমাগ পানে,
হাল-বেদারি কানেকশনে
শেকে ফানা চমৎকার।

আজিজি স্বভাব যখন হবে
আশেক ফানা মাশুক ভাবে,
সামিউনে সব শুনতে পারে
দেখবে বাছির বারংবার।

বার সংখ্যা সংযোগ দিলে
গাইবি এলেম আসবে চলে,
লিস্ট থাকলে ডায়াল কলে
ফায়াজ যোগে হবে দীদার।

ফায়েজি হাল যখন হবে
খাজা সালাম সংযোগ দিবে,
উপরি খবর এলমে পাবে
থাইকো ফরহাদ হুঁশিয়ার।

আপন খবর