আপন ফাউন্ডেশন

প্রবন্ধ – আল্লাহকে চেনা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

মহান ওলী হযরত ওয়াসে (রহঃ) প্রায়ই বলতেন, “আমি সব জিনিসের মধ্যেই আল্লাহর নিদর্শন দেখি।”
তাঁকে প্রশ্ন করা হল, আপনি কি আল্লাহকে চিনেছেন?
কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে থেকে তারপর তিনি বললেন, “আল্লাহকে যে চিনেছে সে-ই নির্বাক ও নিস্তব্ধ হয়ে গিয়েছে।”
অর্থাৎ, আল্লাহকে চেনার পর মানুষ আর বেশী কথা বলতে পারে না। আর আল্লাহর অশেষ ইচ্ছায় যার মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সে কখনও আল্লাহ্ ছাড়া আর কারো দিকে ফিরেও দেখে না।

রচনাকাল – 27/02/2020
লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles