লাবিব মাহফুজ
ভবে প্রেম বিনে আর সবি মিছে
প্রেমেই হবে পাড়াপাড়,
প্রেম সেতো পরশ মানিক
প্রেম বিহনে নাই উদ্ধার।
ও প্রেমেতে নিযাম দস্যু ডাকাতি ছেড়ে
অহর্নিশি সুধা পিয়াস প্রেম সাগরে।
অচিন্ত স্পর্শমনি প্রেম
ও প্রেম ধরা দেয়না সবাকার।
ও প্রেম দেখেছিলেন ওসমান হারুনী
পাথর সঙ্গ ছেড়ে হলেন, প্রেম চিন্তামনি।
আধার রাতে জোৎস্না ঝড়ায় প্রেম
ও প্রেম ভাগ্যে জোটে কি সবার।
প্রেম হইল ধরার মঙ্গলও কারণ
প্রেমেতে ছাড়িল বাদশা বলখের সিংহাসন।
সঞ্জীবনী আবে হায়াত প্রেম
অধম লাবিব কয় প্রেম হবে কি আমার।
রচনাকাল – 06/06/2014