লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
নিত্যের অনিত্যতায় যখন
ধ্বংসস্তুপ হয় প্রাণ,
খন্ডিত সে অনুভূতি সদা
মানব সাগরে জ্বালায় অনল দহন।
2.
অস্ত্র তোমার জ্ঞানের মহিমা
বর্ম তোমার প্রাণ,
জ্ঞান সাগরে হও ডুবুরী
ধৈর্যের কূলে দাও বাঁধন।
3.
জগৎ মাঝে মহৎ অতি
স্বয়ং যিনি দুয়ার জ্ঞানের,
তার চরণের অশেষ সুধা
পাইতে ব্যাকুল এ প্রাণ আমার।
4.
জ্ঞান যদি হয় বদ্ধ ঘরের
ঘেরা টোপের ছাউনী ভার,
অখন্ড সে পরম ত্যাজি
তার পানেতে কেন অভিসার?
5.
যে জ্ঞান তোমার হৃদয় পটে
অংকিত রয় আসমানে,
অশেষ সুধা তার পরশে
প্রাণ উজালা তার ধ্যানে।
6.
মানব মানস অসীম গগন
আলোক বিহার সর্বদায়,
উজল নূরের ব্যাকুল ধারায়
রূপ সরোবর অন্তরায়।
7.
যে জ্ঞান তোমার রয় অনন্ত
অনাদী কাল নিরবধী,
শ্বাশত সেই সত্য বিধান
সেই তো মহান সর্ব আদী।
8.
অখন্ড সে সত্য ধামে
আলোর জগত দিচ্ছে ডাক,
হে শক্তিধর, আসো ত্বরায়
তৃষাতুর আজ অমৃত পাক।
9.
প্রজ্ঞারূপী জ্ঞান তলোয়ার
করিবে নাশ অসত্যরে,
ধারালো তার দুধার ছোঁয়ায়
মরার দলে জাগবে মরে।
10.
চির সত্য পাক পাঞ্জাতন
অনাদী প্রাণ আহলে বাইয়াত,
চরণ শরণ মহান এ প্রাণে
কৃপাদৃষ্টি অধমের পথ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী