কবিতা – পরমপ্রাপ্তি

লাবিব মাহফুজ

এক অনন্ত সুখের উন্মত্ততায়
আপনারে ত্যাজিছি আপনায়,
ভুলিয়া গিয়াছি মোর আপনত্ব আজ
ধরায় যে ছিল ধরে আমার মতো সাজ।
তাহারে ছাড়িয়া ধরিয়াছি আজ প্রকৃত আমার প্রাণ
যে প্রাণ ছিল মুর্শিদ তোমার চরণামৃতে বহমান।

আপনার যতো ছিল এতকাল আপনাতে
সত্ত্বার অনুভুতি, সকলি আজ বাহিরিছে পথে!
আসিতেছে নব জয় জয়কার আমার প্রাণের শাখায়
আপন বলে যা ছিল এতকাল তা হারায়েছে আপনায়।

হয়েছি যে আজ একা
এতকাল যে ছিল পরের সকলি, আপনার না ছিল দেখা!
সে মহাপ্রাণ জাগিয়াছে আজ লভিয়া নব ধন
আজি নব প্রভাতের নব শিখীচূড়া জাগিতেছে দীপ্তিমান
হে দয়াল পতিত পাবন
দয়ায় তোমার কাঙাল লভিছে তাহারী অনন্ত প্রাণ।

আজ ফিরিতেছি আপনায়
আপনারে করে তব চরনে বিলীন হারায়ে আপন হায়
হে প্রভু আমি চিনেছি তোমায় তাই তোমাতে আছি মিশে
ত্যাজিয়া নিজেরে পেয়েছি তোমায় আমার আপন বেশে।

পাইলাম এক মহান মহাজয় মরিয়া আপনায়
আমার করে আমি পেলাম প্রভু আমাতে আজি তোমায়।
তোমারে ধরেছি আমার প্রাণে এ প্রাণে হয়ে তোমাময়
আমি আর নাই , সকলি তুমি, তোমারই মহা বিজয়
আমার আমিরে পুষিতাম যদি না পেতাম তব দেখা
পেয়েছি তোমায়, এমনি করে আমার হয়ে থেকো সখা।

রচনাকাল – 23/01/2019

আপন খবর