লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
গুণ রূপ তোর খোদার আশীষ
প্রাণের পরতে রয় বাধা,
গুণ হতে তোর প্রাণের খোরাক
পাবি সদা জাগলে ক্ষুধা।
2.
তরুণ তব সবুজ বাসর
সাজাও হিয়ার অর্ঘ্য দিয়ে,
মাতাল প্রেমের ডালা ভরে
মাতাও তারে শ্রীনাম গেয়ে।
3.
যৌবনধারী চির মহান
মানবাত্মার পূজারী,
তব নব দর্পন ধ্যান গুহা মাঝে
উঠুক চির আলোক, উৎসারী।
4.
আজ প্রজ্ঞার তরে বন্দনা মোর
দিকদর্শনের আনন্দে,
সকল ধারেই রূপ সর্বময়
লই বরিয়া সানন্দে।
5.
দাঁড়িয়ে আশা নদীর কূলে
অন্তরঙ্গ ভাবনায়,
যাচি প্রাণে শ্রীরূপ মহান
শ্রী চরণ এই অন্তরায়।
6.
সৃষ্টি তোমার দৃষ্টি পরে
যতই দেখি হে মহীয়ান,
তোমার স্বরূপ স্বরন কীর্ত্তন
কন্ঠে আমার হয় বলীয়ান।
7.
চিন্তা সাগর অকূল পাথার
কুল কিনারার সন্ধানে,
যতই ছুটি অকুল আধার
ভয় পারাবার রয় প্রাণে।
8.
মুহুর্ত এক আবেশ যদি
প্রাণে ছড়ায় দীপ্তি মোর,
অনন্ত কাল সে সুর সুধায়
জাগবে প্রাণে আকাঙ্খা তোর।
9.
বন্দেগী মোর করতে বিধান
লইতে সন্ধান রূপ মনোহর,
আপন বুকে লইলে তুলে
শুধুই তখন প্রেমে বিভোর।
10.
মহান তব চরণ ছোঁয়ার
বসুন্ধরা পেল প্রাণ,
চাতক প্রাণের আকুল তৃষা
চরণ ছায়ার আকিঞ্চন।
লেখক – লাবিব মাহফুজ চিশতী